ভারতের দাবিকৃত কালাপানি ভূখণ্ড মানচিত্রে যুক্ত করলো নেপাল
আন্তর্জাতিক ডেস্ক
ভারত দাবিকৃত বিতর্কিত ভূখণ্ড কালাপানি ও লিপুলেখকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে নেপাল।
দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর সরকারের মুখপাত্র ও অর্থমন্ত্রী যুবরাজ খাটিওয়াদা অনতিবিলম্বে নতুন এই মানচিত্র কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, নতুন এই মানচিত্র স্কুল-কলেজের বইপত্র, সরকারি প্রতীক এবং অফিস-আদালতের সব কাগজপত্রে এখন থেকেই ব্যবহার করা হবে।