ব্র্যাক চেয়ারম্যানের মা আর নেই
নিউজ ডেস্ক
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাক বাংলাদেশের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের মা জোহরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
আজ বুধবার (১৭ জুন) ভোরের দিকে নগরীর পাঁচলাইশের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা বরকল ইউনিয়নের মরহুম ডা. আব্দুল মতিনের সহধর্মিনী জোহরা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তাদের ৪ ছেলে ও ২ মেয়ে। সন্তানরা হলেন, হাসান জিল্লুর রহিম. ড. হোসেন জিল্লুর রহমান, ডা. মহসীন জিল্লুর করিম, ড. আদনান মোর্শেদ, প্রফেসর ডা. তাহমীনা বানু ও আদিনা বানু।