ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় ৫৪৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারও বেড়েছে, তবে কমেছে আক্রান্তের সংখ্যা।
গত ২৪ ঘন্টায় ৫৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩৫ হাজার ৩৪১ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এর আগে গত সোমবার (১৮ মে) মৃতের সংখ্যা ছিল ১৬০ জন, রবিবার ছিল ১৭০ জন, শনিবার ছিল ৪৬৮ জন।