ব্রাজিলে বিমান বিধ্বস্ত, ১৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের অ্যামাজন রাজ্যে বিমান দূর্ঘটনায় ১৪ জন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মার্কিন পর্যটকও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার বিকেলে রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে বার্সেলোস প্রদেশে দুর্ঘটনা ঘটে। স্থানীয় মেয়রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন ব্রাজিলের সঙ্গে একটি সাক্ষাত্কারে বার্সেলোসের মেয়র এডসন ডি পাওলা রদ্রিগেস মেন্ডেস একটি মাঝারি আকারের বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিমানটিতে একজন পাইলট ও সহকারী পাইলট ছাড়াও ১২ জন পর্যটক ছিলেন, যাদের সবাই নিহত হয়েছেন।

ব্রাজিলের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছে। তবে এখনো সেসব প্রতিবেদনের সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights