বোরহানউদ্দিনে প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিল থেকে ২৮ ব্যক্তির মাঝে চেক বিতরণ
তুহিন খন্দকার,ভোলা : ভোলায় প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিল থেকে জটিল দুরারোগ্য রোগীদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ জুন) সকালে ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এর বোরহানউদ্দিনের বাসভবনে ২৮ জন ব্যক্তির মাঝে চেক বিতরণ করা হয়।
দৌলতখান ও বোরহানউদ্দিনের গরিব অসহায় জটিল দুরারোগ্য মানুষের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে ২৮ জন ব্যক্তির মাঝে চেক বিতরণ করেছেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
বাংলাদেশের দরিদ্র সাধারণ মানুষ অনেকেই অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। এসকল দরিদ্র মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা তহবিল গঠন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই তহবিল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র মানুষের মাঝে অর্থ বিতরণ করে থাকেন।
তারই ধারাবাহিকতায় ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল তার নির্বাচনী এলাকা বোরহানউদ্দিন ও দৌলতখানে অর্থের অভাবে জটিল ও কঠিন রোগের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এমন ২৮ জন ব্যক্তির মাঝে ৫০ হাজার টাকার ২৮ জন নারী পুরুষের মাঝে চেক বিতরণ করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে আলী আজম মুকুল এমপি বলেন, বোরহানউদ্দিন ও দৌলতখানের বহু অসহায় মানুষকে পূর্বেও আমার ব্যক্তিগত তহবিল থেকে টাকা দিয়ে চিকিৎসা করিয়েছি।
এসকল মানুষকে চিকিৎসার অর্থ দিতে পেরে মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করি।
ভবিষ্যতেও আমি তাদের সেবা করে যাবো। তবে আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা তহবিল থেকে ২৮ জনকে টাকার চেক হস্তান্তর করেছি।
আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবাই দোয়া করবেন। বাংলাদেশ আওয়ামীলীগ যত দিন রাষ্ট্র ক্ষমতায় থাকবে ততদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ধারা অব্যাহত থাকবে।
এ সময় চিকিৎসা সেবার জন্য টাকার চেক পেয়ে অনেকে আবেগ আপ্লুত হয়ে পারেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি জসিম উদ্দীন হায়দার, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া প্রমুখ।