বেতন পাস করাতে ‘মিষ্টি’ খেতে ৫ লাখ টাকা !

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ লেনদেন কালে জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটরকে আটক করেছে  গোয়েন্দা সংস্থা।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা হিসেবরক্ষণ অফিস থেকে তাকে আটক করা হয়।

আটক হিসেবরক্ষণ অফিসের অডিটরের নাম কুতুবউদ্দিন।

এসময় ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের শ্রমিক- কর্মচারি কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সাবেক সভাপতি হুমায়ুন কবির নামের আরও ৩ জনকে ঘুষ প্রদানের অভিযোগে আটক করলেও তাদের সাক্ষী হিসেবে দেখানো হয়।

সড়ক বিভাগের শ্রমিক- কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল হাই বলেন, জেলা সড়ক বিভাগের মাস্টার রোলে কাজ করা কর্মচারীদের বেতন দীর্ঘদিন যাবৎ বকেয়া ছিল। এনিয়ে মাস্টার রোলের শ্রমিক-কর্মচারীরা আন্দোলন সংগ্রাম করছিলেন ও আদালতে একটি মামলা চলমান ছিল।

তিনি বলেন, মামলার রায় আমাদের পক্ষে আসে। এরই প্রেক্ষিতে ১কোটি ৭ লাখ টাকা বেতন মঞ্জুর হয়। সেই টাকার কিছু অংশ আগেই পাস হয়ে গেলে আমরা তা পাই।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার ওই টাকার মধ্যে ৪৩ লাখ টাকা জেলা হিসাবরক্ষণ অফিস থেকে পাস হওয়ার কথা ছিল। এই কারণে জেলার মাস্টার রোলে কাজ করা শ্রমিক-কর্মচারীরা ৫ লাখ টাকা তুলে হিসেবরক্ষণ অফিসে মিষ্টি খেতে দিয়েছে। আমরা সেই টাকা হিসাবরক্ষণ অফিসের অডিটর কুতুবউদ্দিনকে দিয়েছি।

এ বিষয়ে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, তদন্তে প্রমাণিত হলে এই ঘটনায় উর্ধ্বতন কর্মকর্তারা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহাগ রানা বলেন, খবর পেয়ে আমরা হিসাবরক্ষণ অফিসে এসেছি। এসময় আমাদের কাছে একজনকে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এই বিষয়ে ওই গোয়েন্দা সংস্থার কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares