বুড়িগঙ্গা থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ
স্টাফ রিপোর্টার: আজ বুধবার বুড়িগঙ্গা নদীর পাড় থেকে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মেহেরপুর জেলার বুড়িপোতা গ্রামের বাসিন্দা নন্দিনী রায় নামের ওই তরুণীকে গত মঙ্গলবার উত্তরা এলাকা থেকে একদল দুর্বৃত্ত অপহরণ করে। ওই ছাত্রীকে অপহরণের সময় ওয়ার্ড কাউন্সিলর খোকন সাহা ওই গ্রুপের নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, খুন হওয়া মেয়েটি একটি মেয়েদের হোস্টেলে থাকত এবং একটি বেসরকারি কোম্পানিতে অফিস সহকারী হিসেবে কাজ করত। তিনি তার পরিবারে তার মা ও এক ছোট ভাইকে রেখে গেছেন।
নিহত তরুণীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সমস্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।