বিয়ে কবে করছেন জানালেন জেসিয়া!
বিনোদন ডেস্ক: শোবিজের বর্তমান সময়ের আলোচিত মডেল, অভিনেত্রী ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম। বছর কয়েক আগেই সালমান মুক্তাদিরের সঙ্গে সম্পর্কের কারণে ব্যাপক আলোচনায় এসেছিলেন এই তারকা। তবে তাদের সেই সম্পর্ক খুব বেশিদিন টেকেনি।
সালমানের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাওয়ার পর বর্তমানে কারও সঙ্গেই প্রেমের সম্পর্কে নেই জেসিয়া। এবার নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। সঙ্গে এটাও জানিয়েছেন কত সালে বিয়ে করবেন তিনি।
সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে জেসিয়া বলেন, আমি নতুন কোনো সম্পর্কে জড়াইনি। প্রেমও করছি না। আর প্রেম করলে সবাই জানত। আপাতত এসব নিয়ে একদমই ভাবছি না। বিয়ে করার কোনো পরিকল্পনা রয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে জেসিয়া জানান, ২০৩০ সালে বিয়ে করতে চান তিনি। আপাতত প্রেম করছি না। ২০৩০ সালে ছেলে পছন্দ করে ওই বছরই বিয়ে করব।
এই সময়ের মাঝে প্রেম হলে হবে, না হলে নেই। তবে প্রেম হলেও বিয়েটা ২০৩০ সালেই করতে চান বলে জানিয়েছেন জেসিয়া। গত ২৫ আগস্ট ‘এমআর-৯ : ডু অর ডাই’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমায় একজন এজেন্টের চরিত্রে কাজ করেছেন জেসিয়া ইসলাম। আর এই সিনেমাটি তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি মাইলফলক বলেই মনে করেন তিনি।
এ প্রসঙ্গে জেসিয়া বলেন, এই সিনেমার শুটিং করতে গিয়ে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। অনেক ঝুঁকিপূর্ণ শট দিয়েছি, আহতও হয়েছি। বলতে গেলে ‘এমআর-৯’ আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ সিনেমা। কেননা এই সিনেমা করতে গিয়েই আমাকে অনেক নতুন কাজ শিখতে হয়েছে। নতুন টার্ম শেখার পাশাপাশি অনেক ফাইটিংও শিখেছি আমি।
সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। ‘এমআর-৯’ সিনেমায় জেসিয়া ছাড়া আরও এ বি এম সুমন, অমি বৈদ্য, শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, টাইগার রবি, হলিউডের অভিনেতা ফ্র্যাংক গ্রিলো, মাইকেল জাই হোয়াইট, নিকো ফস্টার ও বলিউডের সাক্ষী প্রধান আরও অনেকে।