বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কটিয়াদীতে বৃক্ষরোপণ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজ ও পাড়া মন্ডলভোগ বঙ্গবন্ধু বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।

সোমবার বেলা ১১টায় স্কুল এন্ড কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল কলেজের দাতা সদস্য আলহাজ¦ মোঃ আব্দুল আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সদস্য মোঃ ইসলাম উদ্দিন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, সৈয়দ ছামিউল আলীম শশী, মোছাঃ রিক্তা বেগম, মোঃ সাদ্দাম হোসেন, আবু ছায়েদ (সুজন), ও রাব্বি মিয়া প্রমুখ।

এসময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্যোগে অধ্যক্ষ মোজাম্মেল হক বলেন, প্রতিদিন বৈশ্বিক তাপমাত্রা বেড়ে চলেছে। এ থেকে সকলকে পরিত্রান পেতে বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। কাজেই এ মহৎ কাজ প্রত্যেককে শুরু করতে হবে নিজ গৃহ থেকেই। আসুন এবারের পরিবেশ দিবসে অঙ্গীকার হোক, আসুন গাছ লাগাই, বিশ্বকে বাঁচাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights