বিশ্বের ৬ কোটি মানুষকে চরম দারিদ্রতায় ঠেলে দিচ্ছে করোনা
নিউজ ডেস্ক
করোনাভাইরাস যে বিশ্ব অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে তা আর নতুন করে ব্যাখ্যার দরকার পড়ে না।
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ক্রমাগতভাবে নিচের দিকে নামছে প্রত্যেকটি দেশেরও সূচকও। এমন পরিস্থিতিতে আরও একটা বিপদের ডঙ্কা বাজিয়ে দিল বিশ্ব ব্যাংক।
জানিয়ে দেওয়া হল করোনা মহামারী বিশ্বের ৬০ মিলিয়ন (৬ কোটি) মানুষকে চরম দারিদ্র্যের মুখে ঠেলে দিতে চলেছে।
কঠিন এ পরিস্থিতি সামাল দিতে বিশ্বের ১০০টি উন্নয়নশীল দেশকে ১৬০ বিলিয়ন ডলার সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে বিশ্ব ব্যাংক।
আগামী ১৫ মাসের মধ্যেই দেশগুলোর কাছে পৌঁছে যাবে এই সাহায্য।