বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুসারে এই রিপোর্ট লেখার সময় বিশ্বে এই মুহূর্তে করোনায় শনাক্ত রোগী দুই কোটি ২৪ হাজার ২৬৩ জন।

এছাড়া পরিসংখ্যানের তথ্যানুসারে, এখন পর্যন্ত করোনায় মারা গেছে সাত লাখ ৩৩ হাজার ৯৯৫ জন। সুস্থ হয়ে উঠেছে এক কোটি ২৮ লাখ ৯৮ হাজার ২৩৮ জন।

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত প্রায় ৫২ লাখ, মৃত্যু এক লাখ ৬৫ হাজারের বেশি জনের।

এরপরেই অবস্থান ব্রাজিলের। দেশটিতে করোনায় আক্রান্ত ৩০ লাখ ৩৫ হাজার ৫৮২ জন, মারা গেছে এক লাখ ১,১৩৬ জন।

আরও পড়ুন করোনায় যেভাবে করবেন ফুসফুসের ব্যায়াম

আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। ইতোমধ্যে দেশটিতে আক্রান্ত ২২ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৪৬৬ জনের।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্ব প্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এর পর একে একে এখন পর্যন্ত বিশ্বের ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares