বিজয়ের জন্য ১৮ বছরের প্রতিজ্ঞা ভাঙলেন তামান্না

বিজয় বলেন, “সুজয় ঘোষের অফিসে তামান্নার সাথে আমার প্রথম দেখা। আমার মনে হয়, ওখানেই সব নিয়ম ভেঙে গিয়েছিল। আমরা একে অপরের সাথে নিজেদের ক্যারিয়ার নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেছিলাম। তামান্না বলেছিল, সে গত ১৮ বছর ধরে অভিনয় পেশার সাথে যুক্ত। প্রতিটা কাজের কন্ট্র্যাক্টের সময় তাতে ‘নো কিস পলিসি’র (চুম্বন দৃশ্যে অভিনয় করবেন না) উল্লেখ থাকে। কিন্তু ‘লাস্ট স্টোরিজ-টু’র জন্য সে রাজি হয়েছিল। এরপর তামান্না বলেছিল, আমিই প্রথম অভিনেতা যার সঙ্গে ও প্রথমবার ক্যামেরার সামনে চুম্বন দৃশ্যে অভিনয় করল।”
উল্লেখ্য, ‘লাস্ট স্টোরিজ-টু’ আদতে অ্যান্থোলজি সিরিজ। চারটি গল্পের পরিচালক আলাদা চারজন। তারা হলেন— সুজয় ঘোষ, আর বালকি, কঙ্কনা সেনশর্মা ও অমিত শর্মা। আগামী ২৯ জুন নেটফ্লিক্সে সিরিজটি মুক্তি পাবে।
তামান্না ভাটিয়া ও বিজয় বর্মা ছাড়াও সিরিজটিতে অভিনয় করেছেন নীনা গুপ্তা, কাজল, ম্রুণাল ঠাকুর, কুমুদ মিশ্র, অঙ্গদ বেদী, অম্রুতা সুভাষ, তিলোত্তমা সোমের মতো অভিনয়শিল্পীরা।