বিএনপির দুই নেতাকে আপ্যায়নের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এটাই মাননীয় প্রধানমন্ত্রীর মানবিকতা। তিনি মানবতার নেতা। কিন্তু আরেক নেতা (বিএনপি চেয়ারপারসন) জ্বালাও পোড়াও করা, হত্যাকাণ্ড করা এসব পছন্দ করেন।
শনিবার বিকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে বিএনপির দুই নেতাকে আপ্যায়নের বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (বিএনপি নেতারা) যখন আটক হয়েছেন তখন রাস্তায় পড়ে গিয়েছেন। আমাদের পুলিশ বাহিনী শুধু কাজ করে না; তারা মানবতার বাহিনী। পুলিশ বিএনপির এক নেতাকে হৃদরোগ হাসপাতালে নিয়েছে, চিকিৎসা সেবা দিয়েছে। আরেকজনকেও চিকিৎসা সেবা দিয়েছে। গয়েশ্বর রায়-আমানউল্লাহ হাল্কা ধাক্কা খেয়ে যে পড়ে গিয়েছেন- এটা শুনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তাদের চিকিৎসাসহ যা যা প্রয়োজন সব যেন ঠিকমতো করা হয়।
তিনি আরও বলেন, ‘মাদার অব হিউমিনিটি’ সেটার পরিচয় তিনি সবসময় দিয়ে থাকেন। গয়েশ্বর রায়-আমানউল্লাহ আমান হাল্কা ধাক্কা খেয়ে যে পড়ে গিয়েছেন, এটা শুনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন- তাদের চিকিৎসাসহ যা যা প্রয়োজন সব যেন ঠিকমতো করা হয়। এ নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। এটাই হলো মানবতার নেতা। আরেক নেতা জ্বালাও পোড়াও করার, হত্যাকাণ্ড করা পছন্দ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৪-১৫ সালে বিএনপির হাতে বহু মানুষ দগ্ধ হয়েছিল। আজকেও বিএনপির তান্ডব সেই ঘটনাগুলো স্মরণ করিয়ে দেয়। আবারও ঢাকা অবরোধ, অগ্নিসন্ত্রাসে ফিরে যাচ্ছে বিএনপি। সেই ধরণের কর্মসূচি দিচ্ছে তারা। এগুলো করলে পুলিশ, দেশের জনগণ সহ্য করবে না।