বিইউএফটিতে সময় এবং মানসিক চাপ ব্যবস্থাপনা বিষয়ে অনলাইন সেমিনার
নিজস্ব প্রতিবেদক
বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজির আয়োজনে গত বুধবার “সময় এবং মানসিক চাপ ব্যবস্থাপনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান রিসোর্স পারসন হিসেবে ছিলেন মাইন্ড ওয়ার্কসের কান্ট্রি চিফ নাইজুর রহমান। সেমিনার শেষে তিনি শিক্ষার্থীদের মানসিক চাপ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি ইউনিভার্সিটির প্রো-ভিসি ড.ইঞ্জিনিয়ার প্রফেসর আইয়ুব নবী খানসহ প্রমুখ।