বাউফলে ৫ জনকে অচেতন করে মালামল লুট!

বাউফলে ৫ জনকে অচেতন করে ৮ভড়ি স্বর্ণসহ মালামল লুট!

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি।
বাউফলের সূর্যমনি ইউনিয়নের গুলবাগ ফরাজি বাড়ির দুই ঘরে দুর্বৃত্তরা চেতনা নাশক ঔষধ দিয়ে ৪ মহিলা ও ১ জন পুরুষসহ ৫ জনকে অচেতন করে নগদ টাকাসহ ৭-৮ ভড়ি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে।

ওই বাড়ির গৃহিণী দিলরুবা আক্তার জানান, ঘটনার দিন রাত সাড়ে ৯ টার দিকে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পরেন। এর পরের দিন (শুক্রবার ২৬ মে) সকাল সাড়ে ৯টায় তার ঘুম ভাঙ্গলে নিজেকে হাসপাতে দেখতে পান। অন্য ৪ জন তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিরাজুল ইসলাম বলেন,‘খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে বা চেতনানাশক স্প্রে ছিটিয়ে তাদেরকে অচেতন করা হয়।’

এদের মধ্যে বজলুর রহমান ফরাজী(৭৫), হাবিবা আক্তার(১৪) ও মিনারা বেগমকে(৫০) বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দিলরুবা আক্তার (৪০) ও মেহেরুননেছা(৬০) বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বাউফল থানার ওসি এটিম আরিচুল হক বলেন,‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights