বাউফলে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

বাউফল প্রতিনিধি: বাউফল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও সামাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২১জুন) সকাল ১১টায় বাউফল উপজেলার হাসপাতাল রোডস্থ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জিএম মশিউর মিলন, সাংবাদিক শিবলী সাদেক, বাউফল প্রেসক্লাবের সহ-সাধানরণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন প্রমুখ।

এসময় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মাবন্ধনে বক্তারা বলেন, সারা দেশে চোর, বাটপার ও দুর্নীতিবাজদের একমাত্র বাধা সাংবাদিক। তাই সকল অপশক্তি একত্রিত হয়েছেন সাংবাদিকদের কন্ঠরোধ করতে। হাজারো শহিদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর কিছু সাংবাদিক শহীদ হলে যদি দেশ দূর্নীতি মুক্ত হয় তবে আমরা পিছু পা হবো না।

সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights