বাউফলে প্রাথমিক শিক্ষক কার্যকরী সংসদ নির্বাচন

বাউফল প্রতিনিধি: দীর্ঘ ৩০ বছর পর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পটুয়াখালীর বাউফল শাখার কার্যকরী সংসদ নির্বাচন-২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপুর্নভাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে ভোট গননা শেষে প্রিজাইডিং অফিসার পটুয়াখালীর ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ।

তিনি বলেন নির্বাচনে উপজেলার ১৪’শ ৪ জন ভোটারের মধ্যে ১২’শ ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মোঃ কামরুজ্জামান খান ফিরোজ পেয়েছেন ৬৯৭ ভোট এবং তার প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ মামুন হোসেন পেয়েছেন ২৫৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোঃ জাকির হোসেন পেয়েছেন ৫৪৯ ভোট এবং তার প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ হেমায়েত উদ্দিন পেয়েছেন ৪১০ ভোট। সাংঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মহিউদ্দিন পেয়েছেন ৫৯৭ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights