বাউফলে প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণের নাটক 

বাউফল (উপজেলা) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণের নাটক সাজিয়েছে এক যুবক। উপজেলার কাছিপাড়া ইউপির ৮নং ওয়ার্ডের মৃত. নাজিম গাজীর ছেলে মোঃসোহেল গাজী (৩৫) এ ঘটনা ঘটায়।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, সামান্য কথা
কাটাকাটির সূত্র ধরে একই এলাকার সাগর মল্লিক (২৬) ও সুমন খান(৩০) কে জব্দ করার জন্য অপহরণের নাটক সাজায় সোহেল। গত কয়েক দিন ধরে সোহেল তার বসত ঘরের ২টি বেড়া ও আসবাপত্র ভাংচুর করে বাসা থেকে বের হয়ে পার্শ্ববর্তী জঙ্গলে অবস্থান করেন।

সোহেলের চাচা আজিমত গাজী জাতীয় জরুরী
সেবা ৯৯৯ এ কল করে বাউফল থানা পুলিশকে সোহেল অপহরণ হয়েছে বলে
জানায়। এ ঘটনায় তাৎক্ষনিক বাউফল থানা পুলিশের একটি দল ঘটনা স্থল
পরিদর্শণ করেন।

বাউফল থানার ওসি তদন্ত মো. মিজানুর রহমান ও সহকারী পরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুনের নেতৃত্বে একটি দল সোহেলকে উদ্ধারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৬টার দিকে পার্শ্ববর্তী জঙ্গল থেকে সোহেলকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে বাউফল থানা পুলিশ তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাউফল থানায় নিয়ে আসা হলে সোহেল সাংবাদিকদেরকে
জানান প্রতিপক্ষ সাগর ও সুমনকে ফাঁসাতে নিজের বসত ঘর ভাংচুর ও অপহরণের নাটক করি। এ সময়ে তিনি কিভাবে বস্তাবন্দী হয়েছেন সেটাও সকলের সামনে করে দেখান।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুর রহমান বলেন
সোহেল তার স্ত্রীকে জানিয়ে স্বেচ্ছায় তার প্রতিপক্ষকে ফাঁসাতে অপরণ নাটক ঘটিয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights