বাউফলে কৃষকের গোয়াল ঘরে আগুন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে চুন্নু মুন্সি নামের এক ব্যাক্তির ঘরুর ঘরে আগুন দিয়ে ৬টি গরু ও অর্ধশত হাঁস মুরগী পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামে এঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতের খাবার খেয়ে যথারীতি ঘুমিয়ে পড়েন চন্দনবাড়িয়া গ্রামের কৃষক চুন্নু মুন্সি। রাত আড়াইটার দিকে একই বাড়ির আবদুল ওহাব মুন্সি প্রকুতির ডাকে সারা দিতে বের হলে আগুনের গোলা দেখতে পান।

সে ডাক চিৎকার দিলে বাড়ির অন্যান্যরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে গোয়ালে বাঁধা ৮টি গরুর মধ্যে ৬টি গরু ভস্মীভূত হয়। দুটি গরু নিজেই রশি ছিড়ে গোয়াল থেকে রেড়িয়ে যায়। এসময় গোয়ালের ভিতরে থাকা অর্ধশতাধিক হাঁস-মুরগীও পুড়ে ছাই হয়ে যায়।

ঘর মালিক চুন্নু মুন্সি বলেন, ‘পরিকল্পিতভাবে আমার গোয়ালে কেউ আগুন দিয়েছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। কোরবানীর সময় আমার গরু বিক্রি করলে ৬-৭লাখ টাকায় বিক্রি করতে পারতাম।’

এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটা কোন নাশকতা কিনা সেটা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এটার সাথে জড়িতদের আইনের অওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights