বাউফলে করোনায় এক ব্যক্তির মৃত্যু
পিয়াল হাসান,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
বাউফলে করোনায় আক্রান্ত হয়ে হালিম বক্স (৫০) নামের এক ব্যক্তি আজ বৃহস্পতিবার দুপুরে মারা গেছেন। তার বাড়ি উপজেলার কালিশুরী গ্রামে। তিনি কালিশুরী বন্দরে ব্যবসা করতেন।
মৃত ব্যক্তির ভাতিজা সোহাগ বক্স জানান, ২২ এপ্রিল তার চাচা হালিম বক্সের শরীরের করোনার উপসর্গ দেখা দিলে ওই দিনই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হলে পজেটিভ ধরা পরে। তিনি ওই হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধিন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যান। ডব্লুএইচওর প্রটোকল অনুযায়ি কালিশুরী গ্রামে বাড়িতে তার লাশ দাফন করা হবে।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা এর সত্যতা নিশ্চিত করেছেন।