বাংলাদেশ স্কাউটসের ওয়েব পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশ স্কাউটসের আইসিটি বিভাগের ব্যবস্থাপনা ও পরিচালনায় ওয়েব পোর্টাল বিষয়ক  প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। কোর্সটি বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরের শামস হলে শুরু হয়ে আজ শেষ হলো।

উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস’র জাতীয় কমিশনার (আইসিটি) ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান বিপিএএম এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসর  প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (অতিরক্ত দায়িত্ব) উনুচিং। কোর্স পরিচালকের বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্কাউটস’র জাতীয় উপ-  কমিশনার( আইসিটি) ও সরকারের অতিরক্ত সচিব মোঃ জহুরুল হক এলটি ।

উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস এর আইসিটি বিভাগের উপপরিচালক  মোঃ হামজা রহমান শামীম। উদ্বোধনী ইয়েল প্রদান করেন রেলওয়ে অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (আইসিটি)  জীবন কুমার সরকার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন প্রশিক্ষণটি মনোযোগ সহকারে করে অঞ্চল পর্যায়ের ওয়েবসাইট গুলো সব সময় আপডেট রাখতে হবে । এতে বাংলাদেশ স্কাউটস এর ভাবমূর্তি অনেক গুণে বেড়ে যাবে। সভাপতির বক্তব্যে মোঃ মোস্তাফিজুর রহমান বলেন ওয়েবসাইট আপডেট রাখতে বাংলাদেশ স্কাউটস এর আইসিটি বিভাগ তৎপরতার সাথে কাজ করে চলছে। অঞ্চল পর্যায়ে এ তৎপরতা আরো বাড়াতে হবে। আজ দিনব্যাপী ওয়েব পোর্টালের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে  এবং অংশগ্রহণকারীরা অনুশীলন করার সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights