বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জিল্লুর রহমান

নুরুল্লাহ ভূইয়া,নিজস্ব প্রতিবেদক: চরফ্যাসন উপজেলার চরফ্যাসন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক-২০২৩ নির্বাচিত হয়েছেন। বরিশাল শিক্ষা অফিসের বরাত দিয়ে চরফ্যাসন মাধ্যমিক শিক্ষা অফিস থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, মোঃ জিল্লুর রহমান ১৯৭৬ সালের ০১ ফেব্রুয়ারি ভোলা জেলার চরফ্যাসন উপজেলার ওমরপুর ইউনিয়নে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৯৯ সালের ১ আগস্ট চরফ্যাসন কুচিয়ামোড়া ফাজিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্ম জীবন শুরু করেন।
পরবর্তীতে ২০১৩ সালে ০৬ অক্টোবর এয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তারপর তিনি ২০২০ সালের ১ নভেম্বর চরফ্যাসন টাউন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ উপজেলা, জেলা এবং বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে এখন জাতীয় পর্যায়ে লড়ছেন। তাঁর বিদ্যালয় কেন্দ্রিক সৃজনশীল কর্মকাণ্ডের জন্য তিনি সকল পর্যায়ে প্রশংসা কুড়িয়েছেন। তিনি একজন দক্ষ ও মেধাবী প্রতিষ্ঠান প্রধান হিসেবে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights