বরিশালে হাতপাখার প্রার্থীর উপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ
অনলাইন ডেস্ক : বরিশাল সিটি করপোরেশনে নির্বাচন চলাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (১২ জুন) দুপুরে নির্বাচন কমিশনার মো. আহসান হাবীব খান সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, বরিশালে হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থীর ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। হামলাকারীদের আগে গ্রেপ্তার করতে বলা হয়েছে। তারপর তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।
বর্তমানে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার আহসান হাবীব খান। এর আগে, দুপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম। আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা তাকে মেরে রক্তাক্ত করেছেন বলে অভিযোগ করেছেন এই মেয়রপ্রার্থী।