বগুড়ায় হত্যাসহ একাধিক মামলার আসামী ছোট শাহীন গ্রেফতার

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি: বগুড়া শাজাহানপুর থানায় ১টি বার্মিজ চাকু সহ চাঁদাবাজি ও একাধিক হত্যা মামলার আসামী সন্ত্রাসী  শাহিন ছোট শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ।

শাজাহানপুর থানার একটি অভিযানিক দল  শুক্রবার (২৭ ই জানুয়ারি) রাত ৩ টা ২০ মিনিটে  শাজাহানপুর থানার নন্দকুল দক্ষিণপাড়া গ্রাম হইতে চাঁদাবাজী মামলার প্রধান ও একাধিক হত্যা মামলার আসামী সন্ত্রাসী শাহীন আলম ওরফে  ছোট শাহিন (৪০), পিতা- মোঃ নুরুল ইসলাম, পালিত পিতা- মোঃ খলিলুর রহমান, স্থায়ী সাং- শাকপালা, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া, বর্তমান সাং- নন্দকুল দক্ষিণপাড়া, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়াকে তাহার হেফজত হইতে একটি বার্মিজ চাকু ও একটি পালসার  মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে শাজাহানপুর থানায় অস্ত্র ও চাঁদাবাজি মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares