বগুড়ার শেরপুরে চালককে পিটিয়ে অটোরিকশা ছিনতাই

মিন্টু ইসলাম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নে আব্দুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধ চালককে মারধর করে চায়না অটো রিক্সা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। আহত আব্দুল মান্নান উপজেলার বাগড়া বস্তিপাড়া এলাকার মৃত মহির উদ্দিন মন্ডলেন ছেলে। শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার ।

জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় শেরপুর বাসষ্ট্যান্ড থেকে ২ জন যাত্রী কুসুম্বি ইউনিয়নের উচুলবাড়ি গ্রামে যাওয়ার কথা বলে অটো রিক্সাটি ভাড়া করেন। সেখান থেকে আকরামপুর ফাঁকা রাস্তায় পৌঁছালে চালককে মারধর করে গুরুতর আহত করে রিক্সা নিয়ে চম্পট দেয় তারা। গুরুতর আহত অবস্থায় বোডের হাট বাজার এলাকায় আসে বৃদ্ধ চালক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। দ্রুত অটো রিক্সাটি উদ্ধারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights