ফয়জুল করীমের ওপর হামলাকারী আটক

অনলাইন ডেস্ক : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলাকারী একজনকে আটক করেছে পুলিশ। তার নাম স্বপন (৪৫)। তবে তার রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা তা জানাতে পারেনি পুলিশ। ফয়জুল করীম ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ছিলেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সোমবার (১২ জুন) সন্ধ্যার পর নগরীর চৌমাথা এলাকা থেকে স্বপনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ‘হামলাকারী স্বপনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও প্রার্থী বা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে সোমবার দুপুরে ভোটকেন্দ্রে মেয়রপ্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটেছে। কেন্দ্রে পরিদর্শনকালে নৌকা প্রতীকের কর্মীরা তাকে মেরে রক্তাক্ত করেছেন বলে অভিযোগ জানিয়েছেন ইসলামী আন্দোলনের এই মেয়রপ্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights