ফ্রান্সে করোনায় ১০২ বাংলাদেশি আক্রান্ত,মৃত্যু ৮
আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় ৭৬১ জনের মৃত্যু হয়েছে।
মৃতের সংখ্যা সাড়ে ১৮ হাজার ছাড়িয়েছে। দেশটিতে চলতি সপ্তাহে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা আবার বেড়ে গেছে। উদ্ভুত পরিস্থিতিতে বিপাকে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
ফ্রান্সের বিমানবাহী রণতরী সার্দিকূলে অবস্থান করা নৌ সদস্যদের পরীক্ষা করার পর এক হাজারের বেশি আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে। এর মধ্যে অনেককেই ভর্তি করা হয়েছে হাসপাতালে।
প্যারিসে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ১০২ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৮ জন। সংখ্যার দিক দিয়ে বাংলাদেশিদের বসবাস ফ্রান্সে তুর শহরে বেশি।
ওই শহরে বসবাসকারী বাংলাদেশিরা জানিয়েছেন করোনা ভাইরাসের প্রার্দভাব সেখানে কিছুটা কম।
তবে তারা ভয় আর আতঙ্ক নিয়ে কাজ করছেন। এক প্রবাসী বলেন, ঘরে বসে সবার খোঁজখবর নেয়া হচ্ছে, আর যারা সমস্যাগ্রস্ত আছেন তাদেরও খোঁজখবর নেয়ার চেষ্টা করা হচ্ছে।
আরেক বাংলাদেশি বলেন, আমরা ভালো আছি, আপনারাও ভালো থাকবেন আর লকডাউনটা মেনে চলবেন।