ফের শীর্ষে লেডি গাগা

বিনোদন ডেস্ক

বিশ্ব সংগীতের অন্যরকম মর্যাদা ও সম্মানজনক অবস্থান বিচার করা হয় বিলবোর্ড তালিকা দেখে। ষষ্ঠবারের মতো বিলবোর্ডের গানের তালিকায় শীর্ষে উঠে এসেছে বিশ্বের এ সময়ের সবচেয়ে আলোচিত গায়িকা লেডি গাগার নতুন অ্যালবাম ‘ক্রোম্যাটিকা’।

রোববার বিলবোর্ড ২০০ তালিকায় শীর্ষে উঠে আসে এই অ্যালবামের গান। ২০১৮ সালে ‘আ স্টার ইজ বর্ন’ ছবির গানের পর আবার শীর্ষে এলেন গাগা। অপর দিকে বিলবোর্ডের হট ১০০ তালিকায় ‘রেইন অন মি’ গানটি শীর্ষে এসেছে গত সপ্তাহে। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত লেডি গাগা। এই খবরকে করোনার এই দুঃসময়ে মন ভালো লাগার মতো একটি খবর বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে আমেরিকা উত্তাল বিক্ষোভে। গত ২৯ মে ‘ক্রোম্যাটিকা’ মুক্তি পাওয়ার দুই দিন পরই গাগা এই অ্যালবামের প্রচার বন্ধ করে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গাগা ঝাঁপিয়ে পড়েন ‘বস্ন্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে। এরপরও বিলবোর্ডের শীর্ষে আসায় এটি লেডি গাগার জন্য সুখবরই বলা যায়।

‘ক্রোম্যাটিকা’ মুক্তি পাওয়ার কথা ছিল এপ্রিল মাসের দিকে। কিন্তু করোনাভাইরাসের কারণে সেটি পিছিয়ে যায়। পিছিয়ে গিয়েও যে তাতে ভালো কিছুই হয়েছে, তার প্রমাণ মিলল শীর্ষে এসে। আর এই শীর্ষ স্থান দখলের মধ্যদিয়ে গাগা হয়ে গেলেন অষ্টম নারী, যাদের ষষ্ঠ অ্যালবাম বিলবোর্ডের শীর্ষে জায়গা করে নিয়েছে। এই তালিকায় আছেন বিয়ন্সে, মারায়া কেরি, ব্রিটনি স্পিয়ার্স, টেইলর সুইফট, বারবারা স্ট্রেইস্যান্ড, ম্যাডোনা ও জ্যানেট জ্যাকসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares