ফের অবরোধ কর্মসূচিতে ফিরলো বিএনপি

অনলাইন ডেস্ক: একদফা দাবি আদায়, সরকারের পতনের ডাক দিয়ে টানা অবরোধ কর্মসূচি পালন করছিল বিএনপি। নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সেটি বাতিল চেয়ে গতকাল রোববার থেকে হরতালের ঘোষণা দেয় দলটি।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ কর্মসূচি শেষ হবে।

নতুন করে ‘একতরফা’ তফসিলের প্রতিবাদে ফের অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি। মঙ্গলবার বাদ দিয়ে বুধবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করবে তারা।

সরকার পতনের ডাকে ষষ্ঠ দফায় অবরোধ পালন করবে বিএনপি। যুগপতে থাকা শরিকদেরও নতুন এ কর্মসূচির ব্যাপারে জানিয়ে দিয়েছে দলটি।

একটি সূত্র জানিয়েছে, শরিকদলগুলোও অল্প সময়ের মধ্যে তাদের কর্মসূচি ঘোষণা করবে।

এর আগে গত ২৯ অক্টোবর থেকে দেশব্যাপী পাঁচ ধাপে ১১ দিন অবরোধ ও একদিনের হরতাল পালন করেছে বিএনপি ও তার মিত্ররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights