ফিলিস্তিনি ক্যাম্পে ইসরায়েলের হামলায় নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। বিমান হামলায় ছোঁড়ায় ক্ষেপণাস্ত্রে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ১৩ জন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
স্থানীয় সময় সোমবার ভোরে এ হামলা শুরু হয় বলে জানায় স্থানীয় বাসিন্দারা। তারা জানায়, ভোরে জেনিনে আবাসিক ভবনগুলোতে অন্তত ১০টি বিমান হামলা হয়, এ ছাড়া শরণার্থী শিবিরের দিকে ইসরায়েলি সাঁজোয়া যানের বহর অগ্রসর হতে দেখা গেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে অন্তত তিনজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জেনিনে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, আকাশ থেকে বোমাবর্ষণ এবং ভূমি থেকে আক্রমণ হচ্ছে। বেশ কিছু বাড়ি এবং শিবিরে বোমা হামলা করা হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা জেনিন এলাকায় সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাচ্ছে। সন্ত্রাসীরা আস্তানা হিসেবে জেনিন ক্যাম্প ব্যবহার করে বেসামরিক লোকদের ক্ষতি করা হচ্ছে। এই অবস্থায় চুপ করে বসে থাকবে না বলে জানায় আইডিএফ।
এদিকে আল জাজিরা জানায়, পশ্চিম তীরের রামাল্লা শহরের কাছে আরেক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় বিস্ফোরকসহ বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে ইসরায়েলি সামরিক বাহিনী।
গত ২১ জুন ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে তিনজন ফিলিস্তিনি নিহত হয়। এছাড়া ১৯ জুন জেনিনে একটি অভিযানে সাতজন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়। এ ছাড়া ফিলিস্তিনি বন্দুকধারীরা ২০ জুন চারজন ইসরায়েলিকে হত্যা করে, যেখানে কমপক্ষে একজন ফিলিস্তিনি নিহত হয়।