ফরিদপুর কোতয়ালী থানার ওসি ও এসআই করোনায় আক্রান্ত
মোঃমাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোরশেদ আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া একই থানার এসআই (দ্বিতীয় কর্মকর্তা) বেলাল হোসেনেরও করোনা শনাক্ত হয়েছে।
২রা জুলাই ফরিদপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে করোনার রিপোর্টে তাদের পজেটিভ আসে।
ফরিদপুরের সিভিল সার্জন জানান, ফরিদপুরে নতুন শনাক্তদের মধ্যে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম, দ্বিতীয় কর্মকর্তা (এসআই) মো. বেলাল হোসেন রয়েছে।
তিনি বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৭২জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলাতেই ৬০ জন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ফরিদপুরে কোতোয়ালি থানার ওসি ও দ্বিতীয় কর্মকর্তার করোনা শানক্ত হয়েছে। শনাক্তের হার ফরিদপুর সদরে বেশি। ফরিদপুর সদরের অধিবাসীদের সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে ক্রমবর্ধমান এ ধারা কমবে না। আমাদের সকলকে সচেতন হতে হবে।
ফরিদপুর জেলায় মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ২১৪জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৫৪২ জন।আর মৃত্যু বরন করেছেন ২৫ জন।