প্রিয় নবীর নৈকট্য লাভের উপায়
সকালের ডাক ডেস্ক
আরবি:-
প্রিয় নবীর নৈকট্য লাভের উপায় :
اَللّٰهُمَّ صَلِّ عَليٰ مُحَمَّدٍ كَاَা تُحِبُّ وَتَرْضٰى لَهٗ
বাংলা উচ্চারণ:-
আল্লাহুম্মা ছাল্লি আ লা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া ত্বারদ্বা লাহু
ফযিলত:-
একদিন এক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলে তিনি তাকে সিদ্দিকে আকবর রাদ্বিআল্লাহু আনহু এবং নিজের মাঝখানে বসালেন তখন উপস্থিত সাহাবায়ে ক্বেরামগণ প্রশ্ন করলেন কেন উনাকে এত নিকটে বসালেন তিনি বললেন যে সে এই দুরূদ শরীফ নিয়মিত পড়ে।