প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শিমুলিয়া-কাঁঠালবাড়ীতে ঘরমুখো যাত্রীদের ভিড়
নিউজ ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর সোমবার (২৫ মে)। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুটে ঘরমুখো যাত্রীরা ভিড় করেছেন।
দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রীরা এ নৌ রুট দিয়ে নিজ নিজ গন্তব্যে ছুটছেন।
রোববার (২৪ মে) সকাল থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুটে যাত্রীদের যে চাপ ছিল তা ঈদ উপলক্ষে অন্যান্য সময়ের চাইতে অনেক কম। গত দুইদিন ব্যক্তিগত গাড়ির যে চাপ ছিল তা আজ নেই বললেই চলে।