প্রবাসীর স্ত্রী’কে শ্লীলতাহানির হুমকি-পারিবারিক কলহ থেকে ক্ষমতাশালীদের রাজনৈতিক জিঘাংসার জের।

নিজস্ব প্রতিবেদক: পারিবারিক ও বিশেষ সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গিয়েছে যে, জেলার সদর উপজেলার অন্তর্গত দূর্গাপুর গ্রামে বসবাসরত প্রবাসী জয়নাল মিয়ার স্ত্রী’কে কথিত ছাত্রলীগের সন্ত্রাসীরা শ্লীলতাহানির হুমকি দিয়ে আসছে। সূত্রে প্রকাশ, জনাব জয়নাল মিয়ার স্ত্রী, শরীফা বেগম তার সন্তানাদি নিয়ে যে বাড়ীতে একাকী বসবাস করেন তাদেরই প্রতিবেশি হুমায়ুন কবীরের সাথে তাদের দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত সমস্যা চলছিল। সম্প্রতি, জয়নাল মিয়া ও তার পরিবার নিজস্ব জমিতে একটি দালান উঠাতে গেলে, কথিত হুমায়ুন কবীর তার সাঙ্গপাঙ্গদের দিয়ে বসতবাড়ীর সীমানা ভেঙ্গে দিয়ে সেখানে তাদের জমি রয়েছে বলে দাবী তুলে। তাদের দাবী অগ্রাহ্য করে জয়নাল মিয়ার পরিবার নিজ সিদ্ধান্তে অটল থাকলে, হুমায়ুন কবীর তাদের বিরুদ্ধে গত বছরের শেষের দিকে একটি মামলা ঠুকে দেয় বলে জানা যায়। শুধু তাই নয়, সন্ত্রাসীরা শরীফা বেগম’কে এই বলে হুমকি দেয় যে, তারা যদি তাদের বিরুদ্ধাচরণ করে, তবে তার শ্লীলতাহানি করতেও তারা দ্বিধাবোধ করবে না।

এই ব্যাপারে সরেজমিনে ভূক্তভোগীদের সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা পাওয়া যায়। অত্র প্রতিবেদক পুলিশের সাথে মামলার বিষয়ে যোগাযোগ করেও কোন সদুত্তর পাননি। এব্যাপারে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় যে, এসমস্ত ঘটনার পিছনে আখাইলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান সনু ও স্থানীয় যুবলীগ নেতা নাহিদ আহমেদের হাত আছে বলে জানা যায়। এলাকাবাসীরা আরো জানায়, জনাব জয়নাল মিয়ার পরিবার ধর্মপন্থী দল জামায়াত এর সাথে সংশ্লিষ্ট থাকায় বর্তমান সরকারী সদস্য’রা ও পুলিশ তাদের বিরুদ্ধে এ অত্যাচার ও জবর দখল চালাচ্ছে বলে সাধারণ লোকের অভিমত। বিদেশে কর্মরত বাংলাদেশীদের টাকায় যে দেশ চলে, শুধুমাত্র তাদের পরিবারের রাজনৈতিক পরিচয়ই কি তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে? এ প্রশ্ন এখন সবার মুখে মুখে এবং এটিও এখন সময়ের প্রশ্ন।

সর্বশেষ প্রাপ্ত খবরে জানা যায় যে, ভূক্তভোগী জনাব জয়নাল মিয়ার স্ত্রী শরীফা বেগম প্রাণ ভয়ে এখন অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে। আরো জানা যায় যে, ইতিপূর্বে শরীফা বেগম কথিত ছাত্রলীগ সদস্য, শিবলু, বুট্টু, রোকন ও সোহেল সহ আরও অনেকের দ্বারা লাঞ্ছিত হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি জিডি করলেও পুলিশ এব্যাপারে কোন ব্যবস্থা নেয়নি বলে বিশেষ সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights