প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মেয়াদ বাড়ল
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার। অবসর-উত্তর ছুটি এবং তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে তার অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৫ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
চুক্তিভিত্তিক এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ করে আগামী ৪ জুলাই তোফাজ্জল হোসেন মিয়ার অবসরে যাওয়ার কথা ছিল।
একইদিন তাকে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর পৃথক প্রজ্ঞাপনে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ, সরকারি চাকরির স্বাভাবিক বয়স শেষ হওয়ার পরও তিনি এক বছর বেশি দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন। চুক্তিভিত্তিক নিয়োগের পর তিনি অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
এর আগে ২০২২ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে যোগ দেন তোফাজ্জল হোসেন মিয়া।