পেরুতে বাস গভীর খাদে পড়ে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ পেরুতে একটি বাস ২০০ মিটার (৬৫০ ফুট) গভীর খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। বাসটি হুয়ানকাভেলিকা এলাকায় দুর্গম পাহাড়ি ভূখণ্ডে আছড়ে পড়ার সময় বেশ কয়েকবার উল্টে যায়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বাসটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ান্টা শহরের মধ্যে আন্দিজ পর্বতমালার অঞ্চল দিয়ে রাতের আঁধারে ভ্রমণের সময় সেটি একপর্যায়ে খাদে পড়ে যায়। আর এতেই হতাহতের ঘটনা ঘটে।

এ ব্যাপারে আনকো জেলার মেয়র ম্যানুয়েল জেভালোস পাচেকো স্থানীয় গণমাধ্যম নিউজ আউটলেট আরপিপিকে বলেন, বাসটি কমপক্ষে ১৫০ মিটার (৪৯২ ফুট) নিচে পড়েছিল।

লা রিপাবলিকা পত্রিকা অনুমান করেছে যে, ৩৬ জনের মতো আহত হতে পারে। তবে আয়াকুচোর আঞ্চলিক সরকার জানিয়েছে যে, তারা হুয়ান্টা সাপোর্ট হাসপাতালে ১১ জন আহত যাত্রীর চিকিৎসা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights