পুরস্কারের অর্থ উৎসর্গ সানিয়া মির্জার
স্পোর্টস ডেস্ক
প্রথম ভারতীয় হিসেবে ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ড জয়ের ইতিহাস গড়লেন সানিয়া মির্জা। এশিয়ার জোন থেকে ১৬ হাজার ৯৮৫ ভোটের মধ্যে সানিয়া ১০ হাজারের বেশি ভোট পেয়ে ১০ হাজার মার্কিন ডলার জিতেন। ১ থেকে ৮ মে পর্যন্ত অনলাইনে ভোটিং চলে।
ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ড জয়ের পর ভারতীয় টেনিস তারকা জানিয়েছেন, প্রথম ভারতীয় হিসাবে ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ড জেতা সত্যিই সম্মানের ব্যাপার। এই জয় দেশ এবং আমার সমর্থকদের উৎসর্গ করলাম।
যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতে দেশকে আরো অনেক সম্মান এনে দিতে পারব।ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ড জয়ের পুস্কারের অর্থ তেলেঙ্গানা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন এই টেনিস তারকা।