পুজোর রাতে বিরিয়ানি কিনতে গিয়ে যুবক খুন!

সুজন চক্রবর্তী, আসাম( ভারত): সরস্বতী পুজোর রাতে যুবককে কুপিয়ে খুন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার নজিরগঞ্জের নেপালিপাড়া এলাকায়। পরিবারের সদস্যদের দাবি, এলাকায় মদ‍্যপান ও জুয়ার আসরের বিরুদ্ধে  প্রতিবাদ করায় এই হত‍্যাকান্ড। ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। জানা যায়, মৃত যুবকের নাম রবি রাই। নেপালিপাড়ার শিবমন্দির এলাকার বাসিন্দা তিনি।

বৃহস্পতিবার সরস্বতী পুজোর রাতে বিরিয়ানি কিনতে বেরিয়েছিলেন রবি। সেই সময়ই তাঁকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। শুক্রবার ভোরে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন‍্য। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে পাড়ার মধ‍্যে মদের আসর বসছিল।

এব‍্যাপারে প্রতিবাদ করায় যা মোটেই ভালভাবে নেননি অভিযুক্তরা। তা নিয়ে অশান্তি ও হয়। এসবেই মধ‍্যেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় রবিকে। মৃত রবির এক জামাইবাবু জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে এলাকায় মদ‍্যপানের আখড়া হয়ে উঠেছিল। তার প্রতিবাদ করেছিলেন রবি। পরিবারের অভিযোগ, সেই প্রতিবাদের জেরেই প্রাণ গেল যুবকের।

জানা যায়, ইতিমধ্যেই ঘটনাস্থল পুলিশ বাহিনী ঘিরে দিয়েছে। দুপুরে ঘটনাস্থলে যায় ফরেনসিক দল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুরনো কোনও শক্রতার জেরে এই খুন। ইতিমধ্যেই সন্দেহভাজন শিবা ছেত্রী ও শক্রঘ্ন নামে ২জনকে আটক করা হয়েছে। ধৃতদের জেরা করতে প্রচুর তথ‍্য প্রকাশ‍্যে আসবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares