পাসপোর্ট টিকিট ছাড়া বিমানে শিশু: ১০ কর্মকর্তা প্রত্যাহার
অনলাইন ডেস্ক: ভিসা-পাসপোর্ট ছাড়াই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানে শিশু উঠার ঘটনায় ১০ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনি ডিঙ্গিয়ে শিশুর ফ্লাইটে উঠে যাওয়ার ঘটনায় দায়িত্বরত ১০ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনা তদন্তে ৫ সদস্যদের কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ৩টা ১০ মিনিটে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে জুনায়েদ হোসেন মোল্লা নামে এক প্রতিবন্ধী শিশু ভিসা ও পাসপোর্ট ছাড়াই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইটে উঠে যাওয়ায় তোলপাড় শুরু হয়।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৪ ফ্লাইটটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক ওই সময়ই একটি শিশুকে বিমানের করিডোরে হাঁটাহাঁটি করতে দেখা যায়। পরে বিমানের কেবিন ক্রু তাকে সিটে বসার পরামর্শ দেন। শিশুটি তখন সিটে বসে পড়ে।
ওই সময়ে জানা যায়, শিশুটির ভিসা-পাসপোর্ট কিংবা বোর্ডিং পাস কিছুই তার সঙ্গে নেই। এমনকি শিশুটি ওই বিমানের যাত্রীও নয়। পরে অ্যাভিয়েশন সিকিউরিটি (কর্তৃপক্ষ) শিশুটিকে বিমানবন্দর থানা-পুলিশের জিম্মায় দেয়।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিঞা জানান, বিমানে উঠে যাওয়া ওই শিশুটিকে এভসেক কর্তৃপক্ষ বিমানবন্দর থানায় সোপর্দ করেছে। শিশুটির নাম জুনাইদ মোল্লা। বয়স আনুমানিক ১২ বছর। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বরইহাটি গ্রামের বাঁশবাড়িয়ায় তার বাড়ি। বাবার নাম ইমরান মোল্লা, মাতার নাম জেসমিন আক্তার।