পাকিস্তানে করোনায় গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে করোনাভাইরাসে সর্বোচ্চ ৯৭ জন মারা যান গত শনিবার। কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ওই রেকর্ড ভেঙে প্রাণঘাতী ভাইরাসে গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে পাকিস্তানে এই সময়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃত্যু বেড়ে হলো ২ হাজার ১৭২ জন। ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাতে মোট আক্রান্ত ১ লাখ ৮ হাজার ৩১৬ জন।
তাতে আক্রান্তের সংখ্যায় সৌদি আরবকে টপকে ১৫ নম্বরে পাকিস্তান। এ পর্যন্ত ৩৫ হাজার ১০০ রোগী করোনা থেকে সুস্থ হয়েছেন।
সরকারি হিসেবে দেশে মোট ৭ লাখ ৩০ হাজার ৪৫৩ জনের করোনা পরীক্ষা হয়েছে।
মের শেষ দিক থেকে পাকিস্তানে সংক্রমণ বেড়ে চলেছে। সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন জুলাইয়ের শেষ দিকে সংক্রমণ চূড়ায় পৌঁছাবে। একই সঙ্গে অর্থনৈতিক খাতগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল দাবি করে বলেছেন, লকডাউন মহামারি থেকে পথ নয়। তবে এই সংক্রমণের হার বাড়তে থাকায় স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা।