পাওনা টাকার জন্য সুস্থ ব্যক্তিকে জাপটে ধরলেন করোনা রোগী
নিউজ ডেস্ক
কক্সবাজারে করোনাভাইরাসে আক্রান্ত এক যুবকের বিরুদ্ধে পাওনা টাকা আদায়ের জন্য এক সুস্থ ব্যক্তিকে জাপটে ধরার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ মে) সন্ধ্যায় সদর উপজেলার লিংক রোড স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ওই যুবক (৩২) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুকতারকুল গ্রামের বাসিন্দা। তিনি পেশায় সিএনজিচালিত ট্যাক্সি ব্যবসায়ী। তিন দিন আগে তার করোনা পজিটিভ ধরা পড়ে।