পাঁচবিবিতে মডেল মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি দুদু

পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবিতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে জয়পুরহাট গণপূর্ত বিভাগ ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে টেক্সটাইল সংলগ্ন উত্তর পার্শ্বে ১৪ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি স্থাপনের উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।

এসময় সেখানে বগুড়া গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায় প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরী, জয়পুরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফারজানা আকতার,উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না,উপ পরিচালক মোঃ রিয়াজুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, উপজেলা আওয়ামীরীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল,জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রহমান টুকু, মোহাম্মদপুর ইউপি চেযারম্যান রবিউল ইসলাম পিন্টু, পৌর কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি, দেওয়ান সিরাজুল ইসলাম, খালেকুল ইসলাম বকুলস অনেকে উপস্থিত ছিলেন।

মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ হযরত আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights