পদ্মা সেতু দিয়ে আজ ভাঙ্গা যাবে ট্রেন

অনলাইন ডেস্ক: ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ আজ (বৃহস্পতিবার) পরীক্ষামূলকভাবে পাড়ি দেবে ট্রেন। দক্ষিণবঙ্গের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এ ট্রেনে রেলমন্ত্রীসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গায় যাবেন।

এর আগে বুধবার সকালে রাজবাড়ী থেকে একটি ট্রেন ঢাকার কমলাপুরের উদ্দেশে ছেড়ে এসেছে। তবে আগামী ১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই রেলপথের উদ্বোধন করবেন।

রাজবাড়ী রেলস্টেশনের স্টেশনমাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, ট্রেনটিতে ইঞ্জিন ও আটটি বগি রয়েছে। পদ্মা সেতু দিয়ে ট্রায়াল রান করার জন্য ট্রেনটি আজ (বৃহস্পতিবার) সকাল ৯টায় কমলাপুর থেকে ভাঙ্গা রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে।

প্রসঙ্গত, পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৭২ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ করছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ চালু হচ্ছে। আগামী বছর জুনে যশোর পর্যন্ত ট্রেন চালু হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights