পদন্নোতি পাচ্ছেন পুলিশের ২৯০ কর্মকর্তা

অনলাইন ডেস্ক: এসপি ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাচ্ছেন পুলিশের ২৯০ কর্মকর্তা। সরকার এর অনুমোদন দিয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অস্থায়ী ‘সুপারনিউমারারি পদ’ সৃষ্টি করে তাদের পদোন্নতি দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী- নতুন সৃষ্ট পদের মধ্যে ১৪০ জনকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদে পদোন্নতি দেয়া হবে। আর ১৫০ জন পুলিশ সুপার পদে পদোন্নতি পাবেন।

তবে এই আদেশ অবশ্যই অর্থ বিভাগ থেকে অনুমোদন নিতে হবে। এই সুপার নিউমারারি পদের মেয়াদ হবে পদ সৃষ্টির দিন থেকে এক বছর। সুপারনিউমারারি পদ হলো- সংখ্যাতিরিক্ত পদ। এতে কর্মকর্তা একই পদে অধিষ্ঠিত এবং পদোন্নতির পরেও একই দায়িত্ব পালন করেন।

সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে ৫২৯ জন কর্মকর্তাকে সুপারনিউমারারি পদ তৈরি করে পদোন্নতির অনুরোধ পাঠানো হয়। এর প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

অনুরোধ অনুসারে, অতিরিক্ত মহাপরিদর্শক (গ্রেড ১) পদে ১৫, অতিরিক্ত আইজি (গ্রেড ২) পদে ৩৪, ডিআইজি পদে ১৪০, অতিরিক্ত ডিআইজি পদে ১৫০ এবং এসপি পদে ১৯০ জনের পদোন্নতি চেয়েছে পুলিশ সদর দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights