নৌকায় ভোট না দিলে ভাতা বন্ধ হয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নৌকায় ভোট না দিলে ভাতা বন্ধ হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় এলে আপনাদের আর ভাতা দেবে না। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন চায় না। তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা দেশের মানুষকে মেরেছে, পুড়িয়ে হত্যা করেছে। করোনার টিকা নিতে নিষেধ করেছিল তারা। শেখ হাসিনার সরকার সবার টিকার দেওয়ায় ব্যবস্থা করেছিল বলে মানুষ মারা যায়নি।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নে ভিজিএফ-এর চাল বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বালিয়াটি ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহম্মেদ চৌধুরী সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে ভিজিএফ-এর চাল বিতরণ করা হচ্ছে। উপজেলার ৯টি ইউনিয়নের ৮ হাজার ২৮৬ জনকে এ ঈদ উপহার দেওয়া হচ্ছে।

সরকার সাটুরিয়া উপজেলায় শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে বলে জানান মন্ত্রী।

মন্ত্রী জাহিদ মালিক বলেন, সাটুরিয়ায় স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছিয়ে দিয়েছে সরকার। তবে বিরোধীরা মিথ্যাচার করছে। আপনারা মিথ্যা কথায় কান দেবেন না। এবারের বাজেটে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ সব ধরনের ভাতা দ্বিগুণ করা হয়েছে। বাজেটে গরীবদের জন্য ভাতা বাড়ানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান, ওসি সুকুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন, গড়পাড়া ইউপি চেয়ারম্যান মো. আফছার উদ্দিন সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights