নৌকায় ভোট দিলে স্থায়ী বাঁধ, বাউফলে পানি সম্পদ প্রতিমন্ত্রী

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে কারখানা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম (এমপি) বলেন, তাৎক্ষণিকভাবে ভাঙ্গন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হবে।

আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠনে সুযোগ দিলে টেকসই মেঘা প্রকল্পের মাধ্যমে স্থায়ী বাঁধ দেয়া হবে।

শুক্রবার (১৫সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর ও গোপালীয়া এলাকায় নদী ভাঙ্গন পরিদর্শন শেষে গোপালীয়া লঞ্চঘাট এলাকায় এক মতবিনিময় সভায় একথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপির আমলে দক্ষিণাঞ্চলের একজন পানিসম্পদ মন্ত্রী ছিলেন। তবে এ অঞ্চলের নদী ভাঙ্গন রোধে কোন কাজ হয়নি। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর ভোলা, পটুয়াখালী, বরগুনায় নদী ভাঙ্গন রোধে ব্যাপক প্রকল্প নেয়া হয়েছে। এই বাউফলের ধুলিয়াতে তেঁতুলিয়া নদীর ভাঙ্গন রোধে ৭১২কোটি টাকার টেকসই বাঁধ প্রকল্পের কাজ চলমান রয়েছে।

মতবিনিময় সভায় স্থানীয় সংসদ ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ (এমপি) বলেন, অভাবনীয় উন্নয়ন হয়েছে দক্ষিণাঞ্চলে। যা শেখ হাসিনার অবদান। পদ্মাসেতু, পায়রা বন্দর, সেনানিবাস, লেবুখালী সেতু, তাপবিদ্যুৎ কেন্দ্র, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে।

স্থানীয় সাংসদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কুতুবুল আলম, বাপাউবোর (দক্ষিণাঞ্চল) প্রধান প্রকৌশলী (পুর) মজিবুর রহমান, জেলা পুলিশ সুপার সাইদুর রহমান, জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights