নুসরাতের নাচের ভিডিও সোস্যাল মিডিয়ায় ঝড়
বিনোদন ডেস্ক
চীনের সাথে খুব খারাপ চলছে ভারতের সম্পর্ক। তাই সবাই মিলে চীনের পণ্য বর্জনের মিছিলে যোগ দিয়েছেন ভারতবাসীরা। এরই মধ্যে জনপ্রিয় ফান অ্যাপ টিকটক সরকারিভাবে নিষিদ্ধ হয়েছে ভারতে।
কলকাতার নায়িকা নুসরাত জাহান নিয়মিত টিকটকে মজার সব ভিডিও প্রকাশ করতেন।
টিকটক নিষিদ্ধ হওয়ায় এবার ইনস্টাগ্রামে নাচের ভিডিও প্রকাশ করেছেন নায়িকা।
স্বল্প পোশাকে নুসরাতের ওই ‘হট লুক’ দেখে যা বলেছিলেন বাবা-মা?(ভিডিও)
ইনস্টাগ্রাম নতুন করে এনেছে তাদের নতুন ফিচার্স রিল ভিডিও। এ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ভিডিও প্রকাশ করা নিয়ে আগেই বলেছেন মিমি, নুসরাত, শ্রাবন্তী, শুভশ্রীসহ টলিউডের বহু তারকা। এবার রিল ভিডিও বানালেন সাংসদ, অভিনেত্রী নুসরত।
বলিউডের ‘ন্যায়নো ওয়ালে নে’ গানের সঙ্গে নাচের ভিডিও পোস্ট করে ঝড় তুলেছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, ইনস্টাগ্রাম রিল লঞ্চ হওয়ার পরদিনই তাতে ডেবিউ করেছিলেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রথম ইনস্টাগ্রাম রিল-এ মিমি চক্রবর্তীকে দেখা গিয়েছিল তাঁর আদরের দুই প্রিয় পোষ্য ম্যাক্স ও চিকুকে নিয়ে ছাদে দৌড়াদৌড়ি করতে।
আবার গরিব মানুষের হাতে জামাকাপড় তুলে দেওয়ার পুরনো একটি ভিডিয়ো দিয়েই প্রথম ইনস্টাগ্রাম রিল বানিয়ে ফেলেছিলেন সাংসদ অভিনেত্রী নুসরাত। এবার দ্বিতীয় ভিডিও পোস্ট করলেন নুসরাত।