নিজের বায়োপিক-এ অভিনয় করতে রাজি কোহালি
বিনোদন ডেস্ক:
অনুষ্কা শর্মা যদি অভিনয় করেন, তবে নিজের বায়োপিক-এ অভিনয় করতে রাজি বিরাট কোহালি। সুনীল ছেত্রীর ইনস্টাগ্রাম লাইভ সেশনে ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বললেন এই কথা।
ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী জিজ্ঞাসা করেছিলেন, “যদি বিরাট কোহালিকে নিয়ে কোনও বায়োপিক হয় আর তাতে স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে অনুষ্কা রাজি থাকে, তবে তুমি কি নিজের ভূমিকায় অভিনয় করবে?” জবাবে কোহালি বলেন, “অনুষ্কা থাকলে আমি অবশ্যই বায়োপিকে অভিনয় করব। তবে একটা ভুল ধারণা দূর করতে চাই যে আমি অভিনয় পারি। আমি বরং ফুটবল খেলতে পারি। তুমি কি আমাকে আইএসএলে খেলতে দেবে?”
কোহালি এর পর বলেন, “নিজের বায়োপিকে অভিনয় করতে চাই কারণ নিজেকে ফুটিয়ে তুলতে পারব ভাল মতোই। তবে লোকের ভুল ধারণা আছে যে আমি অভিনয় করতে পারি। আসলে অনেক বিজ্ঞাপনে আমাকে দেখা যায়। তবে তাতে যা করতে হয়, তা যে কেউ শিখে নিতে পারবে। অভিনয় হল একটা শিল্প। আর আমি শিল্পী নই। আমি পেশাদার ক্রিকেটার।”
সূত্র: আনন্দবাজার পত্রিকা