নালিতাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন দে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

আমিরুল ইসলাম, শেরপুর : শেরপুরর নালিতাবাড়ী পৌর শহরের কাচারিপাড়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন দে আর নেই। তিনি শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন।

শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬ টার সময় কাচারিপাড়া গঙ্গামাতার মন্দির প্রাঙ্গণে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে গার্ড অব অনার প্রদান ক‌রেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হি‌মেল রি‌ছিল।

এসময় উপ‌স্থিত ছি‌লেন নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান, বীর মু‌ক্তি‌যোদ্ধাগণ, জনপ্রতিনিধিসহ এলাকার জনসাধারণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন‍্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। পরে পৌর মহাশ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights