নালিতাবাড়ীতে বিদায়ী জেলা প্রশাসকের মতবিনিময় সভা
আমিরুল ইসলাম, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে জেলা প্রশাসক সাহেলা আক্তার তার কর্মকালীন সময়ে যে সব সেবা মূলক ও সরকারের উন্নয়ন মূলক কাজ সম্পাদন করেছেন তার সংক্ষিপ্ত বিবরন উপস্থাপন করে মতবিনিময় করেছেন।
উপজেলার মেঘমালা সভাকক্ষে বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে জনপ্রতিনিধি রাজনৈতিক নেতা, সরকারী বিভিন্ন দপ্তরের প্রধান,ও সাংবাদিকদের সাথে মত বিনিময় করে এগুলো উপস্থাপন করেন। এ সময় তিনি বদলীজনিত কারণে সকলের কাছ থেকে বিদায়ী দোয়া কামনা করেন। উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তাদির আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, সহকারী কমিশনার(ভু’মি) ঈফফাত জাহান তুলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, আওয়ামীলীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক সহ অন্যান্যরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক সাহেলা আক্তারকে একটি ক্রেষ্ট প্রদান করা হয়। পরে তিনি ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে (৪০টি) বাই সাইকেল বিতরণ শেষে অফিসার্স ক্লাব ও বঙ্গবন্ধু পার্ক উদ্বোধন করেন।